IQNA

আরবাইনে জিয়ারতকারীদের সেবাই প্রস্তুত ৭ হাজার তাঁবু

14:44 - October 27, 2017
সংবাদ: 2604178
আন্তর্জাতিক ডেস্ক: কারবালা পুলিশ কমান্ড ঘোষণা করেছেন: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং বেহেস্তের যুবকদের নেতা ইমাম হুসাইন (আ.)এর আরবাইন (চল্লিশা) উপলক্ষে জিয়ারতকারীদের সেবার্থে কারবালার প্রবেশ পথের বিভিন্ন স্থানে ৭ হাজার তাঁবু প্রস্তুত রয়েছে।
আরবাইনে জিয়ারতকারীদের সেবাই প্রস্তুত ৭ হাজার তাঁবু

বার্তা সংস্থা ইকনা: পুলিশ কমান্ডর বলেন: তাঁবুর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গণনা অনুযায়ী ইমাম হুসাইন (আ.)এর জিয়ারতকারীদের সেবার জন্য এ পর্যন্ত ৭ তাঁবু প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন: তাঁবু সংগঠন বিভাগের দায়িত্বে রয়েছেন কর্নেল কাসিম মোর্শেরা। তিনি কারবালা পুলিশ প্রধান আহমদ আলী জভিনির নির্দেশ তাঁবু গণনা সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, আসন্ন আরবাইন উপলক্ষে এখনও কারবালার প্রবেশ পথের বিভিন্ন স্থানে তাঁবু নির্মাণ করা হচ্ছে। ইরাকের বিভিন্ন শহর থেকে জিয়ারতকারীগণ পায়ে হেটে নাযাফে ইমাম আলী (আ.)এর মাযারে আসেন এবং পরবর্তীতে তারা আবারও পায়ে হেটে কারবালায় প্রবেশ করেন। নাযাফ থেকে স্বাভাবিক ভাবে পয়ে হেটে কারবালায় পৌছাতে তিন দিন সময় লাগে। এই তিন দিয়ে জিয়ারতকারীদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করার জন্য এসকল তাঁবু প্রস্তুত করা হয়েছে।

আরবাইন উপলক্ষে কোটি কোটি জিয়ারতকারীদের সেবার জন্য ইরাকের নাগরিকগণ এবং দেশী ও বিদেশী বিভিন্ন সংস্থা নানা ধরণের উদ্যোগ গ্রহণ করে থাকে।

iqna


captcha