বার্তা সংস্থা ইকনা: ইরাকের দিয়ালা প্রদেশের জিয়ারত কমিটির সভাপতি 'হাসান বাভী' বলেন: ইতিমধ্যে বিশ্বের দীর্ঘতম পতাকার সেলাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪ হাজার মিটার লম্বা পতাকাটি আগামী সপ্তাহে ইরাকের দিয়ালা শহর থেকে কারবালায় স্থানান্তর করা হবে।
তিনি বলেন: শোক এবং বিষাদের চিহ্ন বিশ্বের দীর্ঘতম পতাকা সেলাই কমিটি এই পতাকাটি হযরত আব্দুল্লাহ ইবনে আলী হাদী (আ.)এর মাজারে সেলাই করেছেন। কালো পতাকাটির দৈর্ঘ্য ৪ হাজার মিটার।
হাসান বাভী আরও বলেন: পতাকাটি সেলাইয়ের জন্য দিয়ালা প্রদেশের বিভিন্ন গোত্রের লোকেরা অংশগ্রহণ করেছেন। এটি ঐক্যের একটি নিদর্শন।
সর্বশেষে তিনি বলেন: আগামী সপ্তাহে বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সদস্যগণ, সাধারণ নাগরিক এবং জিয়ারতকারীদের অংশগ্রহণের মাধ্যমে দিয়ালা থেকে কারবালায় স্থানান্তর করা হবে।