IQNA

তাজমহল চত্বরে জুমার নামাজ বন্ধের দাবি

15:37 - October 28, 2017
সংবাদ: 2604182
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস তাজমহল চত্বরে জুমার নামাজ বন্ধের দাবি তুলেছে। শুক্রবার সংগঠনটির শাখা অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি এ দাবি জানায়। তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিব পূজা করতে দেয়া হোক, না হলে বন্ধ হোক নামাজ। খবর আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়া টুডের।

বার্তা সংস্থা ইকনা: সংগঠনের নেতা ড. বালমুকুন্দ পান্ডে বলেন, ‘তাজ আমাদের জাতীয় সম্পদ। তা হলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখানে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।’

তাজমহলের গা ঘেঁষেই রয়েছে একটি মসজিদ। তাই জুমার নামাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সেদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ।

এদিকে ওই মসজিদের ইমাম বলেছেন, ‘সমাধির ওপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে সমস্যা সমাধানের একটি পথ খোঁজা উচিত।’

কিছুদিন আগে তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি হিন্দু যুবা বাহিনীর সদস্যরা। বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজ মন্দির করে দেয়া হোক।’

ভারতের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ তাজমহল নিয়ে জলঘোলা মোটেই পছন্দ করছে না মোদি সরকার। আর এজন্য কেন্দ্রের ইঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই তাজমহল ঘুরে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কিন্তু এর একদিন পরই তাজমহলে নামাজের ওপর নিষেধাজ্ঞার দাবি তুললো অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। যা তাজমহলকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নতুন করে জটিলতা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। আরটিভি
captcha