IQNA

আরবাইনের পদযাত্রায় বিশ্বের দীর্ঘতম দস্তরখান + ছবি

21:52 - November 01, 2017
সংবাদ: 2604219
আন্তর্জাতিক ডেস্ক: আরবাইন তথা ইমাম হুসাইন (আ.)এর চল্লিশা উপলক্ষে আহলে বায়েত (আ.)এর কোটি কোটি ভক্তগণ ইরাকের বিভিন্ন শহর থেকে পায়ে হেটে কারবালায় প্রবেশ করেন। আর এসকল জিয়ারতকারীদের সেবার জন্য স্বেচ্ছাসেবীগণ ইরাকের বিভিন্ন শহরের রাস্তার দু'পাশে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন।
আরবাইনের পদযাত্রায় বিশ্বের দীর্ঘতম দস্তরখান
বার্তা সংস্থা ইকনা: ইরাকের দক্ষিণাঞ্চলের জি-কার প্রদেশে ইমাম হুসাইন (আ.)এর জিয়ারতকারীদের সেবার জন্য বিশ্বের সর্ববৃহৎ দস্তরখানের ব্যবস্থা করেছেন। ৭৫ কিলোমিটার দীর্ঘ এই দস্তরখানটি বিশ্বের সর্ববৃহৎ দস্তরখান হিসেবে নিবন্ধিত হয়েছে।
জি-কার প্রদেশের স্বেচ্ছাসেবীগণ জিয়ারতকারীদের সেবার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। আর তাদের আপ্রাণ চেষ্টার ফলে ৭৫ কিলোমিটারের একটি দস্তরখানের ব্যবস্থা করেছেন।
ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশা উপলক্ষে পদযাত্রীদের জন্য এই দস্তরখানটি বিশ্বের দীর্ঘতম দস্তরখান হিসেবে নিবন্ধিত হয়েছে।
iqna



captcha