IQNA

যুক্তরাষ্ট্রে হুসাইনের (আ.) স্মরণে শোক মিছিল

7:33 - November 07, 2017
সংবাদ: 2604260
আন্তর্জাতিক ডেস্কঃ ইমাম হুসাইন (আ.) এর আসন্ন চেহলুম তথা চল্লিশাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ইডাহো রাজ্যের বইজে শহরে কারবালার ঘটনার স্মরণে শান্তিপূর্ণভাবে একটি শোক মিছিল আয়োজিত হয়েছে।

Ktvb ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বইজে শহরের মুসলমানরা গত রোববার (৫ নভেম্বর) ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের স্মরণে শান্তিপূর্ণভাবে এ শোক মিছিলের আয়োজন করে। র‌্যালীটি মরিসন পার্ক থেকে শুরু হয়ে ইমাম হুসাইন (আ.) ইসলামি কেন্দ্রে এসে সমাপ্ত হয়।

অমুসলিমদেরকে ইসলাম ধর্মকে পরিচিত করার লক্ষ্যে এ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্লেকার্ড বহন করে সন্ত্রাসবাদ ও সহিংসতার প্রতি নিন্দা জ্ঞাপন করে।

ইমাম হুসাইন (আ.) ইসলামি কেন্দ্রের সাধারণ সম্পাদক আদেল কাযেম বলেন: বইজের শিয়ারা প্রতিবছর ইমাম হুসাইন (আ.) এর স্মরণে –যিনি অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন- এ মিছিলের আয়োজন করে থাকে।

তিনি বলেন: সকলের উদ্দেশ্যে এ কথা বলতে চাই যে, আমরা ইমাম হুসাইন (আ.) এর প্রদর্শিত পথকে শান্তির বার্তার মাধ্যমে আকড়ে ধরে রাখবো।

ইমাম হুসাইন (আ.) ইসলামি কেন্দ্রের পেশ ইমাম আসাদ আল-আসাদি এ সম্পর্কে জানান: ইমাম হুসাইন (আ.) যে পথে পা রেখেছিলেন আমরাও সে পথে অগ্রসর হব এবং অন্যায়, অত্যাচার ও সকল প্রকার মানবতা বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেব। এটাই হচ্ছে ইমাম হুসাইন (আ.) এর শিক্ষা।#3660499


captcha