IQNA

ইন্টারনেটে দায়েশের খেলাফতকে ধ্বংস করতে মুসলিম হ্যাকারদের অঙ্গীকার

17:12 - November 13, 2017
সংবাদ: 2604308
আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম হ্যাকারদের একটি দল দায়েশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একটি ‘সাইলেন্স দ্যা সোর্ড’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করার পর এ মর্মে অঙ্গীকার করেছে যে, আগামী শুক্রবার নাগাদ এ সন্ত্রাসী গোষ্ঠির অনলাইন তৎপরতাক নিস্ক্রিয় করে দেবে।

Heraldsun ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সুন্নি প্রতিরোধ আন্দোলন নামধারী হ্যাকারদের দলটি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের নিজস্ব ওয়েব সাইট আ’মাকে হামলা চালিয়ে এ অঙ্গীকার করেছে যে, আগামী শুক্রবার নাগাদ ইন্টারনেটে দায়েশের খেলাফতকে ধ্বংস করে দেবে।

মুসলিম হ্যাকাররা গত মাসে সন্ত্রাসী এ গোষ্ঠির অটোমেটিক ইমেইল সিস্টেমকে নিস্ক্রিয় করে দিতে সক্ষম হয়। যার মাধ্যমে দায়েশ তার সমর্থকদের সাথে যোগাযোগ রাখতো।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ নিজের সকল খবরা-খবর প্রচারের জন্য ২০১৪ সালে বার্তা সংস্থা আ’মাক চালু করে। এ ওয়েব সাইটের মাধ্যমে দায়েশ বিশ্বের বিভিন্ন স্থানে চালানো হামলার দায় স্বীকার করতো।

এছাড়া এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াতে দায়েশের তৎপরতার খবরা-খবর প্রচার করতো।#3663007


captcha