IQNA

ফ্রান্সের মার্সেই শহরে কোরবানি ঈদের নামাজ অনুষ্ঠিত

11:17 - October 15, 2013
সংবাদ: 2604328
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত মার্সেই শহরে ১৫ অক্টোবর মঙ্গলবারে কোরবানি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

‘saphirnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয় বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে ফ্রান্সের ইমাম জামায়াত সংগঠন সকল মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।
মার্সেই শহরে কোরবানি ঈদ উপলক্ষে সকাল ৬ট থেকে ১০ পর্যন্ত বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং ঈদের নামাজ স্থানীয় সময় সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হয়েছে।
1302837
captcha