বার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডের ২৪ বছরের যুবক ম্যাকি সিজ ৭ম জুনে ছুরি হাতে নিয়ে মুসলমানদের হত্যা করতে চেয়েছিলো। এরফলে ক্যাম্বারওয়েল গ্রিনের মুসলমানেরা আতঙ্কের মধ্যে ছিলো।
গ্রেফতারের সময় ম্যাকি পুলিশকে বলে: আমি একজন মুসলমানের মাথা কেটে আমার দেশ ইংল্যান্ডের জন্য শহীদ হতে চেয়েছিলাম।
ক্যাম্বারওয়েল গ্রিনের আদালত মঙ্গলবার (২১শে নভেম্বর) উন্মুক্ত স্থানে ছুরি হাতে নিয়ে জনগণদের হুমকি দেয়ার জন্য ২ বছর ৩ মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে।
iqna