IQNA

বিস্ফোরণে কেপে উঠলো বাগদাদের বাজার

22:57 - November 26, 2017
সংবাদ: 2604411
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ মার্কেটে আজ (২৬শে নভেম্বর) সকালে বোমা বিস্ফোরণের ফলে ১ জন নিহত এবং অপর ৬ জন আহত হয়েছেন।
বিস্ফোরণে কেপে উঠলো বাগদাদের বাজার
বার্তা সংস্থা ইকনা:  ইরাকের পুলিশ জানিয়েছে, বাগদাদের দক্ষিণাঞ্চলীয় নাহরাওয়ান অঞ্চলের একটি বাজারে সন্ত্রাসীরা এই বোমাটির বিস্ফোরণ ঘটায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সংস্থা জানিয়েছে: বিস্ফোরণের পরে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখানকার চলাচল বন্ধ করে দেয়।
এছাড়াও দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে আহতদের নিকটতম হাসপাতালে নিয়ে যায় এবং নিহতদের লাশ ফরেনসিক মেডিকেলে হস্তান্তর করা হয়।
এছাড়াও ইরাকের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, আজ সকালে সন্ত্রাসীরা বাগদাদের উত্তরাঞ্চলে "আল-তাজীতে মর্টার হামলায় চালিয়েছে।
iqna




captcha