
বার্তা সংস্থা ইকনা: প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৫৩৯টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ১৩ জন সংসদ সদস্য। ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে এ প্রস্তাবে এবং বেসামরিক লোকজনের ওপর হত্যাযজ্ঞকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, সৌদি আরবের কাছে জোটের যেসব সদস্য দেশ অস্ত্র বিক্রি করছে তাদের সমালোচনা করা হয়েছে। ইইউ'র যে অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে সৌদি আরবের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করে তা সুস্পষ্টভাব লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করা হয় এ প্রস্তাবে।
এত বিপুল ভোটে প্রস্তাবটি পাস হলেও তা মানতে বাধ্য নয় ইউরোপীয় জোট। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইইউ'র সংসদ একই ধরনের একটি প্রস্তাব পাস করে জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিকে সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছিল। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও গ্রিস সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করে থাকে। পার্সটুডে