IQNA

ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আহ্বান জাতিসংঘের

14:16 - December 02, 2017
সংবাদ: 2604455
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্ক লোকক শুক্রবার এ আহ্বান জানান।

বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে দারিদ্রপীড়িত ইয়েমেনের প্রায় ৮০ লাখ মানুষ আজ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এ অবস্থায় দেশটির ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিতে হবে।

মার্ক লোকক বলেন, ‘অবরোধ আংশিক তোলা হয়েছে কিন্তু পুরোপুরি তোলা হয় নি। যদি আমরা ইয়েমেনের লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে চাই এবং ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকাতে চাই তাহলে এ অবরোধ অবশ্যই তুলে নিতে হবে।’

তিনি বলেন, ইয়েমেন এমন বিপর্যয়ের কিনারায় রয়েছে যা বহু দশক ধরে বিশ্ব দেখে নি। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘যুদ্ধের কিছু আইন-কানুন আছে এবং লোকজনকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে।’

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ মারা গেছে। এছাড়া হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং ঘর-বাড়ি ও নানা ধরনের অগণিত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

‘ইয়েমেনের মানবিক সংকট মেটানোর শতভাগ তহবিল সৌদির দেয়া উচিত’

ইয়েমেনের মানবিক সংকট মেটানোর শতভাগ তহবিল সৌদি আরবের দেয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব।

ডেভিড বিসলে বলেন, ইয়েমেনের মানবিক সংকট মেটানোর শতভাগ তহবিল সৌদি আরবের দেয়া উচিত। ইয়েমেনের মানবিক সংকট নিরসনে সৌদি আরবের করণীয় বাতলে দেন তিনি।

তিনি বলেন, হয় যুদ্ধ বন্ধ করো না হয় মানবিক সংকট নিরসনের তহবিলের যোগান দেয়া হোক। এ ছাড়া তৃতীয় আরেকটি পথও সৌদি আরবের জন্য খোলা আছে। তিনি বলেন, তৃতীয় পথটি হলো, উভয় কাজই করুক রিয়াদ।

সৌদি জোটের আগ্রাসন শুরুর পর দেশটিতে ১২ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধও আরোপ করেছে। আরটিএনএন
captcha