IQNA

দরিদ্রদের মধ্যে ত্রাণ ব্যাগ বিতরণ করেছে মুসলমানেরা

18:15 - December 05, 2017
সংবাদ: 2604482
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের ৭০ জন শিক্ষার্থী শীতের পোশাক এবং খাদ্যদ্রব্যের সমন্বয়ে ৬০০টি ব্যাগে দরিদ্রদের মধ্যে বিতরণ ।করার শিক্ষার্থীরা হোয়াইটচাইল্ড এলাকার দরিদ্রদের মধ্যে এসকল ব্যাগ বিতরণ ।করবে

দরিদ্রদের মধ্যে ত্রাণ ব্যাগ বিতরণ করেছে মুসলমানেরা
বার্তা সংস্থা ইকনা: ব্রিটেনের মুসলমানদের দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থী শীতের পোশাক এবং খাদ্যদ্রব্যের সমন্বয়ে এসকল ত্রাণ ব্যাগ সেদেশের পূর্বাঞ্চল ও লন্ডন এবং ম্যানচেস্টার সিটির দরিদ্রদের মধ্যে বিতরণ করবে।
এসকল ত্রাণ ব্যাগে স্লিপিং ব্যাগ, মোজা, গ্লাভস, টুপি, উষ্ণ কাপড়, খাদ্য এবং ডিসপোজেবল চামচ, ছুরি, কাঁটাচামচ রয়েছে।
ব্রিটেনের মুসলমানদের দাতব্য প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে সোমালিয়ায় খরায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টি দেশে এই দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছে।
iqna

 দরিদ্রদের মধ্যে ত্রাণ ব্যাগ বিতরণ করেছে মুসলমানেরা

captcha