IQNA

জীবনের জন্য পবিত্রতা অর্জন ও কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব

18:56 - December 05, 2017
সংবাদ: 2604484
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, ইসলামী জীবন ধারার জন্য পবিত্রতা অর্জন ও কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব অপরিসীম।

জীবনের জন্য পবিত্রতা অর্জন ও কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাওলা আলী(আ.) বলেছেন, ألعِفافُ زينَةُ الْفَقْرِ وَالشُّكْرُ زينَةُ الْغِنى، পবিত্রতা অবলম্বন হচ্ছে দারিদ্র্যতার সৌন্দর্য আর কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে অমুখাপেক্ষীতার সৌন্দর্য।

শিক্ষা হচ্ছে: শক্তিশালী ও সামার্থবানরা যদি কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ তাদের প্রতি নিজের অনুগ্রহ আরও বাড়িয়ে দেন। আর গরিবরা যদি ধৈর্য ধারণ করে এবং পাক পবিত্র থাকে তাহলে আল্লাহ তাদের উপর তার রহমত ও বরকত নাজিল করেন।

সূরা ইব্রাহীমের ৭ আয়াতে বলা হয়েছে: وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর তাহলে তোমাদেরকে আরো দিব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর।

এই আয়াতে বলা হচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করা হলে সৃষ্টিকর্তা মহান আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি পায় আর যারা অকৃতজ্ঞ হয় তাদের প্রতি ঐশী অনুগ্রহের পরিমাণ হ্রাস পায়। তবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিভিন্ন পন্থা রয়েছে। দোয়া দরুদ বা আল্লাহকে স্মরণের মাধ্যমে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তেমনি দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করা বা আল্লাহর রাস্তায় তাঁরই সন্তুষ্টির জন্য দান করার মাধ্যমেও সৃষ্টিকর্তার অসংখ্য অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করা যায়।

মহান আল্লাহ আমাদেরকে সুস্থ দু’টি চোখ দিয়েছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার সেবা করার উদ্দেশ্যে এই দুই চোখ জ্ঞান অর্জনের জন্য কাজে লাগায় তাহলে এর মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ পায়। মোটকথা, কারো মধ্যে যদি এই অনুভূতি থাকে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সম্পদ দান করেছেন, কাজেই আমি আমার শক্তি এবং সামর্থ্য সৎপথে ব্যয় করবো। তাহলে এটাও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেই বিবেচিত হবে। শাবিস্তান

ট্যাগ্সসমূহ: জীবন ، পবিত্র ، হযরত ، আলী ، ইকনা ، আল্লাহ
captcha