বার্তা সংস্থা ইকনা: আহত ও নিহতরা ইরাকের সেনাবাহিনী, পুলিশ এবং সেদেশের জনপ্রিয় সংহতি বাহিনী হাশদ আশ শাবি'র যোদ্ধারা রয়েছেন।
এই নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে, এখন ইরাকের সরকারের উচিত আহত ও নিহত পরিবারবর্গের মধ্যে আর্থিক সহযোগিতা করা এবং প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া।
ইরাকী ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী যুদ্ধগুলোর মধ্যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আসএস তথা দায়েশের সাথে যুদ্ধ অন্যতম একটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দায়েশের সাথে যুদ্ধের ফলে প্রায় ৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
গত সপ্তাহে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবদী দীর্ঘ তিন বছর আইএসের সাথে যুদ্ধে দেশের বিজয় এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুদ্ধে সমাপ্তির ঘোষণা দিয়েছেন।