IQNA

রাখাইনে কারফিউর মেয়াদ ২ মাস বাড়িয়েছে মিয়ানমার

15:03 - December 28, 2017
সংবাদ: 2604665
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে কারফিউর মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে মিয়ানমারের স্থানীয় কর্তৃপক্ষ। সংখ্যালঘু রোহিঙ্গা অধ্যুষিত এই শহরে নিরাপত্তা, স্থিতিশীলতা ও আইনের শাসন ফিরিয়ে আনতে মেয়াদ বাড়ানো হয় বলে কর্তৃপক্ষ জানায়।

রাখাইনে কারফিউর মেয়াদ ২ মাস বাড়িয়েছে মিয়ানমার



বার্তা সংস্থা ইকনা: ২৫ ডিসেম্বর থেকে ওই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা যায়। এতে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ এবং সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘরের বাইরে থাকা নিষিদ্ধ করা হয়েছে।
গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি সীমান্ত নিরাপত্তা চৌকিতে কথিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)’র হামলার পর থেকে সেখানে কারফিউ চলছে। ওই হামলার জেরে সেনাবাহিনী শুদ্ধি অভিযান শুরু করলে ওই অঞ্চল থেকে প্রায় সাড়ে ৬ লাখ মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। তখন থেকেই মংডুতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
এদিকে রাখাইনের রাজধানী সিত্তুইয়ে আশ্রয় নেয়া বাস্তচ্যুত মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছে বলে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করে।
জানানো হয় যে ফিরে আসা লোকজনকে বাড়িঘর তৈরির জন্য জমি বরাদ্দ ও খাদ্য ও নিরাপত্তা দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাখাইনের পুনর্গঠনের জন্য স্টেট কাউন্সিলর অং সাং সুচি যে কর্মসূচি গ্রহণ করেছেন তার আওতায় ভবন, সড়ক, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
iqna

 

captcha