IQNA

আফগানিস্তানে ১২ জন পেশ ইমামকে অপহরণ করেছে দায়েশ

12:31 - December 30, 2017
সংবাদ: 2604682
আন্তর্জাতিক ডেস্ক: আফগান স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস আফগানিস্তানের জাউজান প্রদেশের দারজাব শহরের ১২ জন পেশ ইমামকে অপহরণ করেছে।

 আফগানিস্তানে ১২ জন পেশ ইমামকে অপহরণ করেছে দায়েশ

বার্তা সংস্থা ইকনা: জাউজান প্রদেশের গভর্নর মৌলভি লতফুলাহ আজিজী এ ব্যাপারে বলেন: সশস্ত্র গ্রুপ দারজাব শহরের ১২ জন পেশ ইমামকে মাত্র দুই দিনের মধ্যে অপহরণ করেছে।

তিনি বলেন: এসকল পেশ ইমামদের অপহরণ করার উদ্দেশ্য হচ্ছে, তাদেরকে সালাফী চিন্তাধারার উপর প্রশিক্ষণ দেবে যাতেকরে সাধারণ জনগণ তাদের মাধ্যমে এসকল সন্ত্রাসীদের সম্পর্কে জনতে পারে।

তিনি আরও বলেন: দায়েশরা তাদের উদ্দেশ্য পৌঁছানোর জন্য জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। দারজাব শহরে একমাস পূর্বে এক পেশ ইমাম তার জীবনী লেখার কারণে দায়েশের সদস্যরা তাকে শিরোচ্ছেদ করে। শিরোদ্ছেদ

লতফুলাহ আজিজী বলেন: আফগানিস্তানের দুটি আঞ্চল অর্থাৎ দারজাব এবং কুশে তেইবা'য় দায়েশ সদস্যরা তাদের নিজেদের ধর্মের আইন সম্প্রসারণ করা শুরু করেছে।

উল্লেখ্য,

আফগানিস্তানে রাশিয়ান বিশেষ প্রতিনিধি জামির কাবলুফ গত সোমবার (২৫শে ডিসেম্বর) বলেন: আফগানিস্তানে দায়েশের ১০ হাজারের অধিক সদস্য রয়েছে।

আফগান সরকারী উৎস এ ব্যাপারে ঘোষণা করেছে, আফগানিস্থানের মোট ৩৪টি জেলার মধ্যে ২৫টি জেলায় দায়েশ সক্রিয় রয়েছে।

iqna

 

 

 

captcha