বার্তা সংস্থা ইকনা: জাউজান প্রদেশের গভর্নর মৌলভি লতফুলাহ আজিজী এ ব্যাপারে বলেন: সশস্ত্র গ্রুপ দারজাব শহরের ১২ জন পেশ ইমামকে মাত্র দুই দিনের মধ্যে অপহরণ করেছে।
তিনি বলেন: এসকল পেশ ইমামদের অপহরণ করার উদ্দেশ্য হচ্ছে, তাদেরকে সালাফী চিন্তাধারার উপর প্রশিক্ষণ দেবে যাতেকরে সাধারণ জনগণ তাদের মাধ্যমে এসকল সন্ত্রাসীদের সম্পর্কে জনতে পারে।
তিনি আরও বলেন: দায়েশরা তাদের উদ্দেশ্য পৌঁছানোর জন্য জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। দারজাব শহরে একমাস পূর্বে এক পেশ ইমাম তার জীবনী লেখার কারণে দায়েশের সদস্যরা তাকে শিরোচ্ছেদ করে। শিরোদ্ছেদ
লতফুলাহ আজিজী বলেন: আফগানিস্তানের দুটি আঞ্চল অর্থাৎ দারজাব এবং কুশে তেইবা'য় দায়েশ সদস্যরা তাদের নিজেদের ধর্মের আইন সম্প্রসারণ করা শুরু করেছে।
উল্লেখ্য,
আফগানিস্তানে রাশিয়ান বিশেষ প্রতিনিধি জামির কাবলুফ গত সোমবার (২৫শে ডিসেম্বর) বলেন: আফগানিস্তানে দায়েশের ১০ হাজারের অধিক সদস্য রয়েছে।
আফগান সরকারী উৎস এ ব্যাপারে ঘোষণা করেছে, আফগানিস্থানের মোট ৩৪টি জেলার মধ্যে ২৫টি জেলায় দায়েশ সক্রিয় রয়েছে।