বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (২য় জানুয়ারি) ঘোষণা করেছে: আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র তাকফিরি সন্ত্রাসী দায়েশের সাথে যুদ্ধ করে তাদের ৯১ জন সদস্যকে ধ্বংস করেছে।
দায়েশ তথা আইএসের নিহত সদস্যদের মধ্যে তাদের উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেদেশের পূর্বাঞ্চলে দায়েশের ৫০ জন সদস্যের নিহত হওয়ার খবর জানিয়েছে।