IQNA

নাগপুরে নারীদের কুরআন বিষয়ক সম্মেলন

4:13 - January 03, 2018
সংবাদ: 2604713
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্কঃ জামায়াতে ইসলামি ভারতের অঙ্গ সংগঠন ‘গার্লস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া’র উদ্যোগে নারীদের বিশেষ সম্মেলন নাগপুরে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক Times of India এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন আয়োজনকারী কমিটির চেয়ারম্যান রেজওয়ানুর রহমান খান বলেন: পবিত্র কুরআন একটি ঐশী গ্রন্থ এবং মানুষের জন্য সর্বোত্তম পথ প্রদর্শক।

তিনি বলেন: কুরআন সকলের জন্যই উপকারী। এ গ্রন্থকে অধ্যয়ন করতে হবে, অনুভব করতে হবে এবং আন্তরিকভাবে নিজেদের জীবনে এর শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে।

জামায়াতে ইসলামি ভারতের নারী বিভাগের প্রধান সাবিহা হাশমি বলেন: পবিত্র কুরআন হচ্ছে আমাদের জীবনের পথপ্রদর্শক। আসমানী এ গ্রন্থে বিশ্বের সকল জ্ঞান লুক্কায়িত রয়েছে। সায়েন্স বর্তমানে যা কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেগুলো ১৪০০ বছর আগে কুরআনে উল্লিখিত হয়েছে। অতএব, নিশ্চিতভাবে বলা যায় যে, পবিত্র কুরআনের অনুসরণ করা মানবজাতির জন্য মঙ্গল বয়ে আনবে।

ভারতে নারীদের অঙ্গনে সক্রিয় জেবা খান বলেন: পবিত্র কুরআনে অনেক গুণী ব্যক্তির জীবনী তুলে ধরা হয়েছে। যদি আমরা এ সকল জীবনীতে উল্লিখিত মূল্যবোধগুলোকে বিবেচনায় রাখি তবে আমরা মিথ্যা, প্রতারণা, অপকর্ম এবং কুচিন্তার মত ব্যাধি থেকে দূরে থাকতে পারবো।

প্রসঙ্গত, এ সম্মেলনের অবকাশে দৈনন্দিন জীবনে পবিত্র কুরআনের শিক্ষার বাস্তবায়নের উপর আলোকপাত করে বক্তারা বিভিন্ন বক্তব্য রাখেন। পাশাপাশি একটি কুরআন প্রদর্শনীরও আয়োজন করা হয়। বিপুল সংখ্যক নারী ও যুবতীরা এটি পরিদর্শন করেন।#3678605

captcha