IQNA

মিশরে পুলিশ বাহিনীর ওপর দায়েশের হামলা

0:10 - January 06, 2018
সংবাদ: 2604734
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সিনাই প্রদেশের উত্তরাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 মিশরে পুলিশ বাহিনীর ওপর দায়েশের হামলা

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীরা এই হামলা আল আরিশ শহরের বিশ্বরোডের চালায়। আল আরিশ শহরের সামরিক হাসপাতাল জানিয়েছে, বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় পুলিশের তিন জন সদস্য নিহত হয়েছে। হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা দেন।

মিশরীয় গণমাধ্যম এক রিপোর্টে প্রকাশ করেছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা আল আরিশ শহরের বিশ্বরোডের চেকপোস্টে উপস্থিত হয়েছে পুলিশের উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে।

এছাড়াও সশস্ত্র সন্ত্রাসীরা একটি বেসামরিক গাড়িকে উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে। এরফলে একজন বেসামরিক ব্যক্তি আহত এবং অপর একজন নিহত হন।

iqna

 

 

captcha