IQNA

যুক্তরাষ্ট্রে স্কুলে ফের বন্দুক হামলায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

13:51 - January 25, 2018
সংবাদ: 2604882
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে এক কিশোরের এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছে।

 যুক্তরাষ্ট্রে স্কুলে ফের বন্দুক হামলায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর


বার্তা সংস্থা ইকনা: স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে এ হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। ১৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই হামলাকারী এখন পুলিশের হেফাজতে রয়েছে।

কেনটাকির গভর্নর ম্যাট বেভিন জানান, বন্দুকের গুলিতে একই বয়সী দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। নিহতরা হলেন বেইলি হল্ট ও প্রিসটন কপি। এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন। তাদের মধ্যে ১২ জন গুলিতে আহত হয়।

তিনি আরো জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাধা দেয়নি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও আরো বেশ কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে।

কেনটাকি স্টেট পুলিশ কমিশনার রিক স্যান্ডার্স জানান, এই ঘটনায় একজন ঘটনাস্থলেই ও অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আরটিএনএন

captcha