IQNA

এক মাসের জন্য ইসলামী হবে আমেরিকার ‘ওয়েস্ট হিলাজ’ স্কুল

13:41 - October 18, 2013
সংবাদ: 2604888
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার ইলিনয় প্রদেশের ‘ওয়েস্ট হিলাজ’ স্কুলটি নভেম্বর মাসের শুরু থেকে মুসলমানদের সাঙ্গে অধিক পরিচিত হওয়ার উদ্দেশ্যে ইসলাম ধর্মের সকল নিয়ম-কানুন অনুযায়ী পরিচালিত হবে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী জীবনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে ইসলামী স্কুলে পরিবর্তন হবে আমেরিকার ইলিনয় প্রদেশের জেরোম নামক অঞ্চলে ‘ওয়েস্ট হিলাজ’ স্কুলটি।
এই স্কুলে নভেম্বর মাস জুড়ে মহান আল্লাহর দরবারে দোয়া পাঠের মাধ্যমে ক্লাস শুরু করা হবে। দৈনিক পাঠ্যসূচির পাশাপাশি ধর্মীয় গ্রন্থ ও ইসলামি ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করানো হবে এবং ইসলামী খাবার (হালাল খাদ্য) পরিবেশন করা হবে।
এছাড়াও বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর আলোকে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। স্কুল ছাত্রীরা ইউনিফর্মের সাথে ইসলামী হিজাব ব্যাবহার করবে।
‘ওয়েস্ট হিলাজ’ স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত কারার উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
1304148
captcha