IQNA

আফগানিস্তানের হেলমান্দে আত্মঘাতী হামলা

21:57 - January 27, 2018
সংবাদ: 2604902
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কর্তৃপক্ষে সেদেশের বেলায়েত প্রদেশের হেলমান্দে আত্মঘাতী হামলার খবর জানিয়েছে।

 আফগানিস্তানের হেলমান্দে আত্মঘাতী হামলা

 

বার্তা সংস্থা ইকনা: এই হামলা আজ (২৭শে জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় চালানো হয়েছে। মটোরসাইকেল আরোহী এক ঘাতক নিজের কাছে থাকা বোমাটি হেলমান্দ শহরের নাদে আলী নামক এলাকার পুলিশ স্টেশনে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।

হেলমান্দ প্রদেশের মুখপাত্র ওমর যাওয়াক এই আত্মঘাতী হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তবে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

এদিক আফগানিস্তানের মিডিয়া ঘোষণা করেছে, আত্মঘাতী এই হামলায় ঘাতক সহকারে দুই জন পুলিশ এবং এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

উল্লেখ্য, এই হামলার পর থেকে আফগান সামরিক বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। এখনও পর্যন্ত এই হামলার দায়ভার কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

iqna

 

 

 

captcha