বার্তা সংস্থা ইকনা: এই হামলা আজ (২৭শে জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় চালানো হয়েছে। মটোরসাইকেল আরোহী এক ঘাতক নিজের কাছে থাকা বোমাটি হেলমান্দ শহরের নাদে আলী নামক এলাকার পুলিশ স্টেশনে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।
হেলমান্দ প্রদেশের মুখপাত্র ওমর যাওয়াক এই আত্মঘাতী হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তবে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
এদিক আফগানিস্তানের মিডিয়া ঘোষণা করেছে, আত্মঘাতী এই হামলায় ঘাতক সহকারে দুই জন পুলিশ এবং এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
উল্লেখ্য, এই হামলার পর থেকে আফগান সামরিক বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। এখনও পর্যন্ত এই হামলার দায়ভার কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।