IQNA

কুরআনিক সফটওয়্যার ব্যবহার করে হাফেজ হলেন ১৩০০ প্রতিবন্ধী

0:27 - January 28, 2018
সংবাদ: 2604906
আন্তর্জাতিক ডেস্ক: দুই ভাষায় নির্মিত "Nawreni" কুরআনিক সফটওয়্যার ব্যবহার করে ১৩০০ প্রতিবন্ধী সম্পূর্ণ কুরআনের হাফেজ হয়েছেন।

 কুরআনিক সফটওয়্যার ব্যবহার করে হাফেজ হলেন ১৩০০ প্রতিবন্ধী 

বার্তা সংস্থা ইকনা: "Nawreni" ইনটেলিজেন্ট সফটওয়্যারটি বধির এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্মাণ করা হয়েছে। কুরআনিক সফটওয়্যারের মধ্যে এটি বিশ্বের বিরল একটি সফটওয়্যার।

এই সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং IOS-এর জন্য নির্মাণ করা হয়েছে। ব্যবহারকারীরা এই সফটওয়্যার ব্যবহার করে কোন ক্লাসে না যেয়েই কুরআন হেফজ করতে সক্ষম হবে।

এই সফটওয়্যার ব্যবহার করে প্রতিবন্ধীরা কুরআন শিক্ষা অর্জন এবং হেফজ করতে সক্ষম হবে এবং দৃষ্টি প্রতিবন্ধীরা ক্বিরাত শুনে কুরআন হেফজ করতে সক্ষম হবে এবং বধিরগণ সাংকেতিক ভাষার মাধ্যমে কুরআন হেফজ করতে সক্ষম হবে।

এই সফটওয়্যারটি সৌদি আরবের জেদ্দা শহরের খেইরাকুম আঞ্জুমানের পক্ষ থেকে নির্মিত হয়েছে। স্মার্ট ফোনে Google Play Store-এর মাধ্যমে ভার্চুয়াল দোকান থেকে এই সফটওয়্যারটি ক্রয় করে ডাউনলোড করা যাচ্ছে।

iqna

 

 

captcha