বার্তা সংস্থা ইকনা: হামলার শুরুতে বোকো হারামের সদস্যরা এক ব্যক্তিকে উদ্দেশ্য করে গুলি করে এবং পরবর্তীতে এক সন্ত্রাসী জনগণের মধ্যে প্রবেশ করে নিজের কাছে থাকা বেল্ট বোমার বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের এই হামলার ফলে ৬ ব্যক্তি নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন।
আদামাওয়া প্রদেশের পুলিশ মুখপাত্র উসমান আবুবকর বলেন: হামলার সময় বোকো হারামের বাকী সদস্যরা তিন জন ব্যক্তিকে অপহরণ করেছে।
তিনি বলেন: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা হিয়াম্বুলা গ্রামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। নিহত ব্যক্তির বাড়ী ছিল একটি গাছের নীচে। নিহত ব্যক্তিকে দেখার জন্য যখন সকলে তার বাড়ীতে ভিড় করে, তখন আত্মঘাতী ব্যক্তি জনগণের মধ্যে প্রবেশ করে নিজের কাছে রাখা বেল্ট বোমার বিস্ফোরণ ঘটায়। ঘাতক ব্যক্তি আগে থেকেই ঐ গাছের উপরে পালিয়ে থাকে, যখন সকলে নিহত ব্যক্তিকে দেখতে আসে, তখন সে গাছ থেকে লাফ দিয়ে এই আত্মঘাতী হামলা চালায়।
উল্লেখ্য, ২০১৫ সালের শেষের দিকে নাইজেরিয়ান সেনা বাহিনী আদামাওয়া প্রদেশে অপারেশন চালিয়ে বোকো হারামের সন্ত্রাসীদেরকে নিধন করে। কিন্তু এখন এই প্রদেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় এই সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে।
iqna