IQNA

ফ্রান্সের বরোডোর মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা

15:58 - February 02, 2018
সংবাদ: 2604943
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষীরা ফ্রান্সের বরোডো শহরের মসজিদে হামলা চালিয়ে মসজিদরে দেয়াল ও দরজায় হুমকিমুলক বাক্য লিখেছে।আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষীরা ফ্রান্সের বরোডো শহরের মসজিদে হামলা চালিয়ে মসজিদরে দেয়াল ও দরজায় হুমকিমুলক বাক্য লিখেছে।

 ফ্রান্সের বরোডোর মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা

বার্তা সংস্থা ইকনা: মসজিদ কমিটির প্রধান আমির ডরমেস এক সংবাদ কনফারেন্সে বলেন: PKK-এর সদস্যরা গত রবিবার সন্ধ্যায় এই মসজিদে হামলা চালিয়েছে এবং মসজিদের দরজা এবং দেয়ালে "আমরা আবারও ফিরে আসবো" সহ বিভিন্ন ধরণের হুমকিমুলক বার্তা লিখেছে।

তিনি বলেন: দুই বছর পূর্বে বরোডো শহরের অপর এক মসজিদের ইসলাম বিদ্বেষীরা মসজিদের হামলা চালিয়ে মসজিদের দেয়ালে PKK লিখে রেখেছিল।

উল্লেখ্য, সম্প্রতি জার্মান ও হল্যান্ডের ইসলামী কেন্দ্র ও মসজিদে এধরণের হামলা অধিক পরিলক্ষিত হচ্ছে

iqna

 

 

 

captcha