বার্তা সংস্থা ইকনা: তিউনিশিয়ার নিরাপত্তা কর্মীদের হাতে গ্রেফতার হওয়া ৫ সন্ত্রাসী বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিলো। পর্বতের মধ্যে লুকায়িত সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক রয়েছে এবং তাদেরকে লজিস্টিক সমর্থন করতো।
তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত বিবৃতিতে উল্লেখ করেছে, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা গার আদ-দামা শহরে সন্ত্রাসীমুলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিল। এই বিষয়টি নিরাপত্তা কর্মীরা বুঝতে পের তাদেরকে গ্রেফতার করে এবং অধিক জিজ্ঞাসাবাদ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষজ্ঞ নিরাপত্তা সংস্থার নিকটে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, তিউনিশিয়ার ২৪টি প্রদেশের মধ্যে জান্দুরা একটি। এই প্রদেশটি সেদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
iqna