IQNA

বাগদাদে বোমা হামলায় নিহত এক এবং আহত ৩

23:44 - February 14, 2018
সংবাদ: 2605052
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সেদেশের রাজধানী বাগদাদেরে উত্তরাঞ্চলে এক বোমা হামলায় একজন নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন।

বাগদাদে বোমা হামলায় নিহত এক এবং আহত ৩
বার্তা সংস্থা ইকনা: বাগদাদেরে উত্তরাঞ্চলের শিল্প এলাকা তারামিয়া'য় সন্ত্রাসীরা পূর্বে থেকে বোমটি রেখে যায় এবং আজ (১৪ই ফেব্রুয়ারি) বিকালে বিস্ফোরণ ঘটে।
সন্ত্রাসীদের এই বোমা হামলার একজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।
বোমা হামলার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় এবং নিহত ব্যক্তিকে ফরেনসিক মেডিকেলে নিয়ে যায়
উল্লেখ্য, গতকাল ১৩ই ফেব্রুয়ারি ইরাকের রাজওানিয়া অঞ্চলের এক বাজারে সন্ত্রাসীদের হস্ত নির্মিত বোমা বিস্ফোরণের ফলে এক জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
iqna

 

captcha