IQNA

কাতারে ইরানি ছাত্রদের কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

3:54 - February 18, 2018
সংবাদ: 2605082
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্কঃ কাতারে অবস্থিত ইরানি স্কুলগুলোর পৃষ্ঠপোষকতাকারী পরিষদের সহযোগিতায় এবং ইরানি কালচারাল সেন্টার উদ্যোগে ৩৯তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে বিশেষ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ইরানের ৩৯তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণসভায় পুরস্কৃত করা হয়েছে।

প্রতিযোগিতাটি প্রতিবছর পবিত্র কুরআনের সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। চলতি বছর ৪২ জন প্রতিদ্বন্দীকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রতিযোগিতার বিচারকমণ্ডলী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানি রাষ্ট্রদূত সুবহানি, কালচারাল কাউন্সেলর রেজা শাহরিভার এবং কাতারে অবস্থিত ইরানি স্কুলের পৃষ্ঠপোষকতাকারী পরিষদের প্রধান।

প্রসঙ্গত, কাতারে মোট ৪টি ইরানি স্কুল রয়েছে। যাতে ১২০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত।#3692478

 

captcha