IQNA

ভারতীয় মুসলিমরা বিদেশি নন, তারা কার বংশধর? জানালেন মন্ত্রী!

20:38 - February 26, 2018
সংবাদ: 2605131
আন্তর্জাতিক ডেস্ক: বহুল আলোচিত ভারতের অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসির মন্তব্যের বিরোধিতা করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।


বার্তা সংস্থা ইকনা: গিরিরাজের মন্তব্য, ভারতীয় মুসলমানরা বিদেশি নন। ভারতের মুসলমানরা বাবরের বংশধর নন। তারা রামের বংশধর।

ওয়াইসির মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের রায় তাঁদের পক্ষেই যাবে। অযোধ্যায় তৈরি হবে বাবরি মসজিদই।

সেই মন্তব্যের প্রেক্ষিতে গিরিরাজ সিং পাল্টা বলেন, ''ওঁরা তো মক্কা-মদিনায় যান। আমরা কোথায় যাব? পাকিস্তানে রাম মন্দির বানাবো? ওয়াইসির মতো লোকেদের শরীরে জিন্নার আত্মা প্রবেশ করেছে। দেশকে টুকরো করতে চাইছেন তিনি।''

তিনি আরও বলেন, ''ভারতের মুসলমানরা বাবরের বংশধর নন। তাঁরা রামের বংশধর। আমাদের আত্মীয় তাঁরা। পুজাপদ্ধতি আলাদা হতে পারে।'' এমটিনিউজ

captcha