IQNA

এপ্রিল মাস থেকে বাস্তবায়িত হবে;

জার্মানের আদালতে নিষিদ্ধ হতে যাচ্ছে স্কার্ফ

17:52 - March 02, 2018
সংবাদ: 2605166
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের বাভারিয়া রাজ্যের আদালত নতুন আইন জারির মাধ্যমে বিচারক এবং পাবলিক প্রসিকিউটরের নারী কর্মীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

 

বার্তা সংস্থা ইকনা: এই নতুন আইন ১ম এপ্রিল থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে। নতুন আইন জারির মাধ্যমে বাভারিয়া রাজ্যের আদালতের বিচারক এবং পাবলিক প্রসিকিউটরের নারী কর্মীগণ তাদের কাজের সময় স্কার্ফ পরাতে পারবে না।

ইতিমধ্যে এই নতুন আইন জার্মানের মিউনিখ রাজ্যের আদালতে বাস্তবায়ন করা হয়েছে। এই আইনের ফলে বিচারক এবং পাবলিক প্রসিকিউটরের কর্মীগণ তাদের কর্মস্থলে কোন প্রকার ধর্মীয় প্রতীক এবং নিদর্শন ব্যবহার করতে পারবে না।

বিচার মন্ত্রী উইনফ্রেড বোউসবেক বলেছেন, এখনও আদলতে ক্রসের চিহ্ন দেখা যাচ্ছে এবং সম্ভবত এটা অব্যাহত থাকবে।

জার্মানের গ্রিন পার্টির সদস্য উলরিও গেইথ এ ব্যাপারে স্পষ্ট পার্থক্যের প্রতি ইঙ্গিত করে বলেছেন, যারা আদালতে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা যেন ক্রস চিহ্নের বিষয়টিও এর বহির্ভূত না করে।

সম্প্রতি জার্মানের মিসবাখের একটি আদালতে এক আফগান শরণার্থীর বিরুদ্ধ পরিচালিত এক মামলায় এক আইনজীবী তার গলায় ক্রস চিহ্ন ঝুলিয়েছিল।

আইনি ফর্ম সংশোধনের (১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে) কর্মকর্তা বাশ বেক অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখর ব্যাপারে আইনজীবীদের উপর গুরুত্বারোপ করেছেন।

iqna

 

 

captcha