বার্তা সংস্থা ইকনা: জোওযাজান প্রদেশের মুখপাত্র মোহাম্মার রেজা গাফুরি এ ব্যাপারে বলেছেন: জোওযাজান প্রদেশের দারযাব অঞ্চলে সামরিক বাহিনীর সাথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এই সংঘর্ষ হয়।
তিনি বলেন: এই সংঘর্ষের ফলে দায়েশের ১৩ জন সদস্য নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দু'জন এই দলের কমান্ডর।
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আফগানিন্তানের উত্তরাঞ্চলে বেশ প্রভাবশালী হয়ে উঠছে। ইরাক ও সিরিয়ায় পরাজয়ের পর এই সন্ত্রাসী গ্রুপ ইরানের পূর্ব দিকে তাদের সদস্যদের পাঠিয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রদের জোওযাজান। এই প্রদেশের কেন্দ্রীয় শহর হচ্ছে শিবরঘ্যান। এই শহরের অধিকাংশ নাগরিক উজবেক ও তুর্কমেনীস্তানের অধিবাসী। এছাড়াও এই শহরে তাজিক, হাজারা, পশতুন এবং আরবদের উপস্থিত রয়েছে।