বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের নানগারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি গতকাল বলেছেন: সন্ত্রাসীরা একটি জ্বালানীবাহী গাড়ীতে ফিট করে রেখেছিলো। এই বোমাটি নানগারহারে বিস্ফোরণ হয়।
তিনি আরও বলেন: এই বোমাটি নানগারহার রাজ্যের জালালাবাদের প্রধান সড়কে বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের ফলে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।
এখনও পর্যন্ত এই হামলার দায়ভার কোন গোষ্ঠী বা ব্যক্তি গ্রহণ করেনি।