IQNA

আফগানিস্তানে নানগারহারে বোমা বিস্ফোরণে হতাহত ৫

23:48 - March 07, 2018
সংবাদ: 2605208
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এক বোমা বিস্ফোরণে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের নানগারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি গতকাল বলেছেন: সন্ত্রাসীরা একটি জ্বালানীবাহী গাড়ীতে ফিট করে রেখেছিলো। এই বোমাটি নানগারহারে বিস্ফোরণ হয়।
তিনি আরও বলেন: এই বোমাটি নানগারহার রাজ্যের জালালাবাদের প্রধান সড়কে বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের ফলে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।
এখনও পর্যন্ত এই হামলার দায়ভার কোন গোষ্ঠী বা ব্যক্তি গ্রহণ করেনি।
ইমাম মাহদীর রাষ্ট্রে জ্ঞানের বিকাশ

 

captcha