IQNA

আল্লাহর প্রতি ঈমান মানুষ সবল ও শক্তিশালী করে

1:11 - March 17, 2018
সংবাদ: 2605281
আল্লাহর প্রতি মানব জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। ঈমানহীন মানুষ পশুর চেয়েও অধম। ঈমান মানুষকে শয়তানি প্ররোচনা ও কুফরের ন্যায় মারাত্মক অভিশাপ থেকে রক্ষা করে।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী আকবার রাশাদ আজ রবিবার এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আল্লাহ তায়ালা এ সমগ্র সৃষ্টি জগতের একক ও অতুলনীয় স্রষ্টা। মানুষ এ সৃষ্টিজগতকে অনেক বিশাল মনে করে; যেহেতু সে নিজের চর্ম চোখে এ সৃষ্টিজগতের বিশালত্ব প্রত্যক্ষ করে। কিন্তু সে কখনও আল্লাহর বিশালত্ব ও মহত্ব দর্শন করতে পারে না। কেননা মানুষের চোখে কখনও আল্লাহর বিশালত্ব দেখা সম্ভব নয়। যদি মানুষ তা দেখতে পারত তাহলে আল্লাহর বিশালত্ব তার নিকট সুস্পষ্ট হয়ে যেতে এব‍ং এ বিশালত্বের তুলনায় সৃষ্টিজগতের অত্যন্ত ক্ষুদ্রতাও প্রকাশিত হয়ে যেত।

তিনি বলেন: মানুষ গভীর ও সুদৃঢ় ঈমানের মাধ্যমে একমাত্র আল্লাহর মহত্ব ও বিশালত্বকে অনুভব করতে পারে। শুধু তাই নয়; ঈমানের গভীরতার মাধ্যমে মানুষ মহান আল্লাহর সাথে ঈমানি ও আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারে।

তিনি কাফির ও মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধে আমিরুল মু’মিনিন আলীর (আ.) গৌরবজনক বিজয়ের কথা উল্লেখ করে বলেন: আল্লাহর প্রতি ঈমান মানুষকে সবল ও শক্তিশালী করে। যেহেতু ইমাম আলী (আ.) ছিলেন সুউচ্চ ঈমানের অধিকারী; এ কারণে তিনি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পেতেন না এবং শত্রুদের বিরুদ্ধে সহজেই বিজয় লাভে সক্ষম হতেন। শাবিস্তান

captcha