IQNA

সু চি'র ঘনিষ্ঠ উইন মিন্ট হলেন মিয়ানমারের নয়া প্রেসিডেন্ট

17:11 - March 28, 2018
সংবাদ: 2605371
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ স্পিকার উইন মিন্ট। তিনি দেশটির বর্তমান স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি'র অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আজ (বুধবার) মিয়ানমারের সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।


বার্তা সংস্থা ইকনা: গত সপ্তাহে বিশ্রাম নেয়ার কথা বলে তিন চিয়াও পদত্যাগ করলে ৬৬ বছর বয়সী উইন মিন্টই পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গিয়েছিল। এ লক্ষ্যে গত সপ্তাহে তিনি সংসদের নিম্নকক্ষের স্পিকারের পদ থেকেও সরে দাঁড়ান।

সুচির স্বামী ও সন্তান বিদেশি নাগরিক হওয়ায় সাংবিধানিকভাবে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন না। ২০১৫ সালের নির্বাচনে তার দল ব্যাপক বিজয় অর্জন করার পর থেকে তিনি স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাংবিধানিকভাবে তার এই পদের কোনো ভূমিকা না থাকলেও তিনি প্রেসিডেন্টের ওপরে থেকেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা-নির্যাতন ইস্যুতে মিয়ানমার সরকার এখন সারা বিশ্বেই সমালোচিত হয়ে আসছেন। পার্সটুডে

captcha