বার্তা সংস্থা ইকনা: ওমানের আযকি শহরে ৩০শে মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার আয়োজক কমিটি এই বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার জন্য ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করেছে।
ছাত্র ও ছাত্রীদের জন্য অনুষ্ঠিত এই প্রতিযোগিতা মোট ৫টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ৫টি বিভাগ যথাক্রমে -সকল শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনের ১০ পারা হেফজ, ১ম থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনের ৬ পারা হেফজ, ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনের ৪ পারা হেফজ, ১ম থেকে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনের ২ পারা হেফজ এবং ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনের ১০ পারা হেফজ।
এই প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান আব্দুল্লাহ ইবনে হামদ ওজরি এ ব্যাপারে বলেন: এ বছরে ওমানের সরকারি ও বেসরকারি স্কুল থেকে ৪০০ জনের অধিক অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আশা করছি এসকল প্রতিযোগীদের উপস্থিতিতে একটি শক্তিশালী প্রতিযোগিতা আমরা দেখবো।
তিনি বলেন: ৫ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণ প্রথম তিনজনকে মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে। এই প্রতিযোগিতার অনুষ্ঠান ১৫ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।