IQNA

মাওলা আলীর দৃষ্টিতে ইমাম মাহদীর আবির্ভাব

1:02 - April 08, 2018
সংবাদ: 2605459
যখন আহ্বানকারী আহ্বান করবে হক তথা সত্য আহলে বাইতের সাথে রয়েছে তোমরা যদি সত্যকে চাও তাহলে তাহলে বাইতের সাথে থাক। যদি এমনটি কর তাহলে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাবের কথা প্রথমে আহ্বানকারী ঘোষণা করবেন, তখন ইমাম মাহদী(আ.) কাবাঘরে হেলান দিয়ে দাড়িয়ে মানুষকে সৎ পথের জন্য দাওয়াত করবেন।

এ প্রসঙ্গে আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: قال امیرالمومنین علیه السلام: إذا نادی منادٍ من السماء... إنّ الحق فی آل محمد فعند ذلک یظهر المهدی علی أفواه الناس و یشربون حبّه و لا یکون لهم ذر غیره. যখন আহ্বানকারী আহ্বান করবে হক তথা সত্য আহলে বাইতকে শক্ত ও মজবুতভাবে আকড়ে ধর, তোমরা যদি সত্যকে চাও তাহলে তাহলে বাইতের সাথে থাক। যদি এমনটি কর তাহলে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, یَفرَحونَ لِفَرَحِنا و یَحزَنونَ لِحُزنِنا؛ আমাদের শিয়াদের বৈশিষ্ট্য হল তারা আমাদের আনন্দে আনন্দিত হয় আর আমাদের দু:খে দুঃখিত হয়। এটা থেকে বো যায় যে একটি মাহদাভী পরিবারকে এমনভাবে জীবন-যাপন করতে হবে। শাবিস্তান

ট্যাগ্সসমূহ: হযরত ، আলী ، শক্ত ، শিয়া ، ইমাম ، মাহদী ، ইকনা ، জীবন
captcha