IQNA

ইমাম মাহদীর জন্য দোয়া করার আধ্যাত্মিক সুফল

22:30 - April 09, 2018
সংবাদ: 2605475
ইমাম মাহদীর রাষ্ট্র গঠনে সার্বিকভাবে জনগণের অংশগ্রহণ এবং বিশেষভাবে ইমাম মাহদীর অনুসারীদের অংশগ্রহণ একান্ত জরুরী। সুতরাং সবাইকে আকিদাগত এবং নৈতিকভাবে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম সাজ্জাদ(আ.) বলেন, হে আল্লাহ! যারা ইমাম মাহদীর জন্য অধীর হয়ে অপেক্ষায় রয়েছে তাদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন।

পবিত্র কুরআনেও বর্ণিত হয়েছে: إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْکُمْ وَ يُثَبِّتْ أَقْدامَکُمْ হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করবেন।

সুতরাং ইমাম মাহদীর অনুসারীদের দায়িত্ব হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত করা এবং ইমাম মাহদীর সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকা।

ইমাম মাহদীর জন্য দোয়া করার আরেকটি সুফল হচ্ছে ইমামের জন্য দোয়া করলে তিনিও আমাদের জন্য দোয়া করবেন। কেননা এটা হচ্ছে আমাদের দ্বীনি নির্দেশ ও দায়িত্ব।

ইমাম মাহদীর জন্য দোয়া করার সুফল হচ্ছে এই দোয়ার বরকতে তার বালামুসিবত দূর হয়ে যাবে এবং রিজিক বৃদ্ধি পায়। এছাড়াও ইমাম মাহদীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

ইমাম মাহদীর জন্য দোয়া করার সুফল হচ্ছে তারর সাথে সাক্ষাত করার তৌফিক অর্জন করা যায়। এমনকি ভাল আমল ও আখলাকের অধিকারী হলে ইমাম নিজেই তার সাথে মোলাকাত করেন। শাবিস্তান

captcha