IQNA

ঈদে গাদির উপলক্ষে হ্যামবুর্গ ইসলামী সেন্টারে বিশেষ উৎসব অনুষ্ঠান

22:03 - October 19, 2013
সংবাদ: 2605476
আন্তর্জাতিক বিভাগ: হ্যামবুর্গ ইসলামী সেন্টারের পক্ষ থেকে ২৪শে অক্টোবর তথা বৃহস্পতিবারে ঈদে গাদির উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র ঈদে গাদিরের দিনে হযরত মুহাম্মাদ (সা.) স্বয়ং, মুসলিম উম্মাহ’র নেতা হিসেবে আমিরুল মুমিনিন আলী (আ.)কে নির্বাচন করেন। রাসূলে খোদা দশম হিজরির ১৮ই জিলহজ্ব গাদিরে খুম নামক স্থানে হযরত আলী (আ.)-কে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করেছেন।
হ্যামবুর্গে ইমাম আলী (আ.) জামে মসজিদে স্থানীয় সময় সন্ধ্যা ১৮:৩০টায় ঈদে গাদির উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হ্যামবুর্গ ইসলামী সেন্টারের কর্তৃপক্ষ উক্ত উৎসব অনুষ্ঠানে সকল আহলে বাইয়েত প্রেমীদের নিমন্ত্রণ করেছেন।
1304352
captcha