শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক আয়াতুল্লাহ সাইয়েদ বাকের আলাভী তেহরানি গতকাল সোমবার তেহরান ভার্সিটির মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আমিরুল মু’মিনিন আলী (আ.) নাহজুল বালাগার ১৪৭ নং খুতবাতে বলেছেন যে, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে মানুষকে সঠিক ও ন্যায়ের পথের দিকনির্দেশনা দান করেছেন। কোরআন হচ্ছে মানুষের কল্যাণ ও মঙ্গলকামী; কুরআন কখনও মানুষের অমঙ্গল চায় না। কুরআন মানুষকে হেদায়েত ও দিকনির্দেশনা দান করে; কোরআনে কখনো বিচ্যুতির পথ দেখানো হয় নি।
তিনি শেষ জামানার ফেতনা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে পবিত্র কোরআনকে আকড়ে ধরার আহ্বান জানিয়ে বলেন: কোরআন মানুষকে শয়তানের প্ররোচনা এবং শেষ জামানার ফেতনা থেকে পরিত্রাণ দিতে পারে। আর স্বয়ং কুরআনের আয়াতেই এ বিষয়ে নিশ্চয়তা দান করা হয়েছে।
তিনি আরও বলেন: লোহাতে যেমন মরিচা ধরে মানুষের অন্তরেও তেমন মরিচা ধরে থাকে। কিন্তু নিয়মিত পবিত্র কুরআন তেলাওয়াত এবং কুরআনের আদেশাবলী মেনে চলার মাধ্যমে অন্তরকে জাগ্রত ও খোদামুখী করা সম্ভব।