বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, অনেকই আমাদের এই যুগেই ইমাম মাহদীর সাক্ষাত পেয়েছেন এবং তার অনুগ্রহ ও দয়া থকে উপকৃত হয়েছেন।
তিনি বলেন: ইরানের উপর চাপিয়ে ধেয়া ৮ বছরের যুদ্ধেও এমন সকল মুজাহিদ ছিলেন যারা অনেক নুরের পরশ পেয়েছেন এবং ইমাম মাহদীর পক্ষ থেকে অনেক আশা ও সাহায্য সহযোগিতা পেয়েছেন থাদের অনেক বিষয়টি বুঝতে পেরেছেন আবার এমন অনেক ছিলেন তারা এই সকল মুহাব্বাত ও অনুগ্রহ পেয়েছেন কিন্তু তারা ইমামকে চিনতে পারে নি। এখনও ঠিক এমনই এক পরিবেশ বিরাজ করছে।
যারাই তার সাক্ষাত পেয়েছে তারা সবাই ছিল পাক পবিত্র অন্তরের অধিকারী এবং তারা কখনোই গোনাহ করত না। সুতরাং যারা গোনাহগার তারা কখনোই ইমাম মাহদীর সাক্ষাত আশা করতে পারে না। কেননা এই দু’টি বিষয় অর্থাৎ গোনাহ এবং ইমাম মাহদীর ভালবাসা কখনোই একত্রিত হতে পারে না। শাবিস্তান