IQNA

মিশরের আল-আজহারের শেখ "আহমেদ আল-তৈয়ব";

কুরআনের ভাষা উত্তমরূপে বুঝতে হলে আরবি ভাষা শিখতে হবে

1:07 - May 05, 2018
সংবাদ: 2605681
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আজহারের শেখ "আহমেদ আল-তৈয়ব" ইন্দোনেশিয়ায় এক সমাবেশে বলেছেন: "কুরআনের ভাষা উত্তমরূপে বুঝতে হলে আরবি ভাষা শিখতে হবে"।

 

বার্তা সংস্থা ইকনা: মিশরের আল-আজহারের শেখ "আহমেদ আল-তৈয়ব" ইন্দোনেশিয়ার "জামিয়াতে মুহাম্মাদিয়া" নারী সংগঠনের সদস্যদের সাথে এক সাক্ষাৎকারে আরবি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে বলেন: হাদিস এবং কুরআনের ভাষা উত্তমরূপে বুঝতে হলে আরবি ভাষা শিখতে হবে।

শেখ আল-আজহার আরও বলেন: এ ব্যাপারে শিক্ষার্থীদের সকল প্রকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করতে আল-আজহার প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ড. আহমেদ আল-তৈয়ব মুসলিম পণ্ডিতদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ২৯শে এপ্রিল ইন্দোনেশিয়ায় গিয়েছেন।

iqna

captcha