IQNA

ইকনার সাথে সাক্ষাৎকারে:

মিশরের ও ইরানী ক্বারীদের অধিক পছন্দ করি; বাংলাদেশী হাফেজ

23:46 - May 06, 2018
সংবাদ: 2605696
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশী ক্বারী মাসউদ রেজওয়ান মিশরের ও ইরানী ক্বারীদের অধিক পছন্দ করেন।

মানুষকে ইমাম মাহদীর ভক্ত করার পন্থা
বার্তা সংস্থা ইকনা: মাসউদ রেজওয়ান বলেন: আমি শেখ মোস্তফা ইসমাইল, সৈয়দ মোতাওয়ালী আব্দুল আল এবং বিশেষ করে শেখ আব্দুল বাসিত আব্দুল সামাদের তিলাওয়াত পছন্দ করি।
তিনি বলেন: আমি ইরানি ক্বারিদেরকেও পছন্দ করি। বিশেষ করে মুহাম্মাদ জাওয়াদ পানাহী এবং হামিদ শাকের নিজাদের তিলাওয়াত আমার অনেক পছন্দ।
মাসউদ রেজওয়ান তার কুরআনে হেফজ করার ব্যাপারে বলেন: আমি ১০ বছর বয়স থেকে কুরআন হেফজ করা শুরু করি। সম্পূর্ণ কুরআন হেফজ করতে আমার দুই বছরের একটু বেশী সময় লেগেছে।
তিনি বলেন: আমাদের দেশে কুরআন শেখার জন্য সকলে কুরআনের স্কুলে যায় এবং সেখান শিক্ষক আমাদের কুরআন শিক্ষা দেন।
হাফেজ রেজওয়ান বলেন: মহান আল্লাহ নির্দেশ এবং হযরত মুহাম্মাদ (সা.)এর বানীর প্রতি উৎসাহিত হয়ে আমি কুরআন হেফজ করেছি। এ ব্যাপারে হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন:


إقرءوا القرآن فإنّه یأتی یوم القیامة شفیعا لأصحابه


কুরআন তিলাওয়াত কর; কারণ এটি কিয়ামতের দিনে শাফায়াৎ (সুপারিশ) করবে।


রেজওয়ান মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন। তিনি ২০১০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এ ব্যাপারে তিনি বলেন: দুবাইয়ের প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছি। ঐ সফরটি আমার একটি স্মরণীয় সফর ছিল।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার সাথে কথোপকথনের এক পর্যায়ে - পশ্চিমারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে – এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন: মহান আল্লাহ বলেছেন:


وَاعتَصِموا بِحَبلِ اللَّهِ جَميعًا وَلا تَفَرَّقوا ۚ وَاذكُروا نِعمَتَ اللَّهِ عَلَيكُم إِذ كُنتُم أَعداءً فَأَلَّفَ بَينَ قُلوبِكُم فَأَصبَحتُم بِنِعمَتِهِ إِخوانًا


এবং তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়তার সাথে ধরে থাক এবং দলে দলে বিভক্ত হয়ো না; আর তোমাদের ওপর আল্লাহর নিয়ামতগুলো স্মরণ কর যে, তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করে দিলেন, ফলে তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে।
যদি কেউ কুরআন ও রাসুলুল্লাহকে মান্য করেন এবং কুরআন ও সুন্নতে শিক্ষাকে অনুসরণ করেন, তাহলে সে মুসলমান। আমরা সকলেই মুসলমান। শিয়া ও সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ঠিক নয়। এটা কোন ব্যাপার না যে আমরা কোন জাতির এবং কোন দেশের নাগরিক। যেহেতু আমরা মুসলমান, সেহেতু আমাদের ঐক্যের মধ্যে থাকতে হবে। যদি আমরা একতাবদ্ধ হয়, তাহলে কেউ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না।
সর্বশেষে ক্বারী মাসউদ রেজওয়ান বলেন: ইরানে উপস্থিত হতে পেরে আমি অনেক আনন্দিত। যদি মহান আল্লাহ চান, তাহলে ভবিষ্যতেও ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
iqna

 

captcha