IQNA

জনসম্মুখে নামাজ নিয়ে ভারতীয় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যে তোলপাড়

0:21 - May 08, 2018
1
সংবাদ: 2605709
আন্তর্জাতিক ডেস্ক: মোদীর পরামর্শ ভুলে গিয়ে এবার নমাজ নিয়ে বেফাঁস মন্তব্য করে হরিয়ানার বিজেপি সরকারকে ফের বেকায়দায় ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য। ফলে নমাজ পাঠ নিয়ে নতুন করে বিতর্কে জড়াল হরিয়ানার বিজেপি সরকার।

 
বার্তা সংস্থা ইকনা: শুক্রবারের নমাজ পাঠ নিয়ে আগে যে কথা বলেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী, সোমবার প্রায় সেই সুরই শোনা গেল তাঁর মন্ত্রিসভার সদস্য অনিল ভিজের গলায়।

ভিজ বললেন, ‘‘মাঝেমধ্যে চাইলে কেউ নমাজ পড়তেই পারেন। সেই নমাজ পাঠের ধর্মীয় স্বাধীনতা তো আছেই। কিন্তু যে কেউ প্রকাশ্যে যে কোনও জায়গা দখল করে নমাজ পড়তে পারেন না। সরকার এটা চলতে দিতে পারে না।’’

মজাটা হল, ভিজ সে দিনই এই মন্তব্য করলেন, যে দিন মোদীর মেপে কথা বলার পরামর্শ মেনে চলতে তাঁর ভুল হয়েছে বুঝে নমাজ নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য কিছুটা শুধরে নেওয়ার চেষ্টা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার বলেছিলেন, ‘‘খোলা জায়গায়, রাস্তাঘাটে যত্রতত্র নমাজ পাঠের ঘটনা বেড়েই চলেছে। কিন্তু মসজিদ বা ইদ্‌গার ঘরে বসেই নমাজ পড়া উচিত। আইনশৃঙ্খলা রক্ষা করাটা সরকারের দায়িত্ব।’’ খাট্টার এও বলেন, জায়গার অভাব থাকলে যে কেউ ঘরে বসেই নমাজ পড়তে পারেন।

এর পর বিতর্কের সূত্রপাত হতেই কেন ওই মন্তব্য করেছিলেন, সোমবার তা বোঝাতে ব্যস্ত হয়ে ওঠেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার। বলেন, ‘‘আমি কোনও কিছু (পড়ুন, নামজ পাঠ) বন্ধ করতে বলিনি। আইনশৃঙ্খলা রক্ষা করাটা পুলি‌শ ও প্রশাসনের কর্তব্য।’’

গত দুসপ্তাহ ধরে গুরুগ্রামের বিভিন্ন জায়গায় শুক্রবারের নমাজ পাঠে দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠনগুলি বাধা দিয়ে চলেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের সূত্রেই এই নমাজ বিতর্কের সূত্রপাত। অভিযোগ, গুরুগ্রামের অন্তত ৬টি জায়গায় শুক্রবারের নমাজ পাঠের সময় বাধা দেওয়া হয়েছে। নমাজ পাঠ বন্ধও করে দেওয়া হয়েছে। নমাজ পাঠে বাধা দেওয়ার সেই ঘটনাগুলি ঘটেছে ওয়াজিরাবাদ, অতুল কাটারিয়া চক, সাইবার পার্ক, বাখতাওয়ার চক ও সাউথ সিটিতে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ওই জায়গাগুলিতে শুক্রবারের নমাজ পাঠে বাধা দিতে দেখা গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল, হিন্দু ক্রান্তি দল, গোরক্ষক দল ও শিবসেনার কর্মী, সমর্থকদের। আনন্দ বাজার

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
nxhxtivh
0
0
20
captcha