IQNA

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতার শেষ রাত্রি

10:09 - May 12, 2018
সংবাদ: 2605735
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় রাতের পর্ব শেষ হয়েছে।

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতার শেষ রাত্রি

 

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতার শেষ রাতে ১০ জন ক্বারি অংশগ্রহণ করেছেন।

১০ জন ক্বারী যথাক্রমে:

১। ক্রোয়েশিয়ার জনাব আজিজ আল লাইলী সূরা কিসাসের আয়াত তিলাওয়াত করেছেন।

২। তুরস্কের মিসেস আছি ইয়ালদীজ সূরা বাকারার আয়াত তিলাওয়াত করেছেন।

৩। থাইল্যান্ডের জনাব আনোয়ার আলী সূরা কাহাফের আয়াত তিলাওয়াত করেছেন।

৪। পাকিস্তানের মিসেস আব্দুর রউফ সূরা ইসরার আয়াত তিলাওয়াত করেছেন।

৫। ফিলিস্তিনের জনাব সাবের ওমর আওয়াদদার সূরা আনফালের আয়াত তিলাওয়াত করেছেন।

৬। সিঙ্গাপুরের মিসেস ভাদাদ আল-ওহিদা বিনত মাহমুদ সূরা বাকারার আয়াত তিলাওয়াত করেছেন।

৭। জার্মানের জনাব আমরি দিয়ার সূরা নুরের আয়াত তিলাওয়াত করেছেন।

৮। মালয়েশিয়ার মিসেস সোহেইলা বিনতে জুলকেলফ সূরা আনফালের আয়াত তিলাওয়াত করেছেন।

৯। মিশরের জনাব আহমেদ হাসান আবু আলম সূরা আনয়ামের আয়াত তিলাওয়াত করেছেন।

১০। সিরিয়ার জনাব আহমদ দারবিশ সূরা নিসার আয়াত তিলাওয়াত করেছেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মিলনায়তনে ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতার অনুষ্ঠান ৭ম মে শুরু হয়েছে এবং গতকাল রাতে শেষ হয়েছে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আজ রাতে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

iqna

 মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতার শেষ রাত্রিমালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতার শেষ রাত্রি

captcha