IQNA

ইমাম মাহদী আসবেন নাকি তাকে আনতে হবে?

23:47 - May 14, 2018
1
সংবাদ: 2605754
ইমাম মাহদী(আ.) আসবেন এবং তাকে আনতেও হবে। দুটোই হচ্ছে আমাদের কাম্য। কেননা এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে তিনি আসতে পারেন। আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে করে সবাই ইমাম মাহদীর আসার অপেক্ষায় থাকে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পৃথিবী তার নির্দিষ্ট গতিতে চলে সুতরাং পৃথিবীতে কিছু ঘটতে গেলে তার জন্য কিছু নিয়ম ও শর্তের প্রয়োজন থাকে।

এর মধ্যে একটি হচ্ছে দুনিয়াতে যে যতটা কাজ করবে সে ততটা ফল পাবে। সুতরাং যে যত বেশী চেষ্টা করবে সে তত বেশী আল্লাহর নেয়ামত থেকে উপকৃত বা লাভবান হবে।

এই সুন্নত অনুসারে পবিত্র কুরআনে বলা হয়েছে: «يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللّهَ يَنْصُرْكُمْ وَ يُثَبِّتْ أَقْدامَكُمْ» হে মু’মিনিগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য কর আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকে দৃঢ় করে দিবেন।

এই নিয়ম থেকে বোঝা যায় যে ইমাম মাহদী আসবেন এবং তাকে আনতেও হবে। আমরা তার আসার উপযুক্ত পথ ও পরিবেশ তৈরি কর দিতে পারলে তিনি আসবেন।

আবার মহান আল্লাহ পরিস্থিতির মোকাবেলা করার জন্য যে কোন সময়ে ইমাম মাহদীকে পাঠিয়ে দিতে পারে এবং কোন পরিবেশের অপেক্ষা ছাড়াই। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ইমাম মাহদীর আসার পথকে সুগম ও সহজ করে দেয়া। আর তা হচ্ছে তাকওয়া পরহেজগারিতার মাধ্যমে আমাদের সার্বিক প্রস্তুতি। শাবিস্তান

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
fxtitnrm
0
0
20
captcha