বার্তা সংস্থা ইকনা: গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তুলেছে কুয়েত এবং আশা করা হচ্ছে আগামীকাল প্রস্তাবটির ওপর ভোটাভুটি হবে। কুয়েত হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।
প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনের সমস্ত বেসামরিক নাগরিককে সুরক্ষা দেয়ার ব্যবস্থা নিতে হবে। কীভাবে বিষয়টি নিশ্চিত করা যায় তার উপায় খুঁজে জাতিসংঘ মাহসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আগামী ৬০ দিনের মধ্যে একটি রিপোর্ট দেয়ার ও অনুরোধ করা হয়েছে এ প্রস্তাবে।
জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন প্রস্তাবের নিন্দা করেছেন।