IQNA

পবিত্র জীবনের প্রকৃত অর্থ

23:57 - June 02, 2018
সংবাদ: 2605899
হায়াতে তৈয়েবা তথা পবিত্র জীবনের অর্থ হচ্ছে যে জাতি শিল্প, বাণিজ্য ও কৃষি কাজে চেষ্টা করে, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি খুঁজে পায়, সব দিক দিয়ে বিভিন্ন অগ্রগতি অর্জন করে, তবে এই সব ক্ষেত্রে, তার হৃদয় আল্লাহর সাথে থাকে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আপনি যখন প্রার্থনা করেন মনোযোগ দিয়ে করুন, নামাজকে মনোযোগসহকারে পড়ুন, সাহায্য করলে প্রাপ্য ব্যক্তিকে সাহায্য করুন তখন দেখবেন যে আপনি সকল কাজে কত আনন্দ পাচ্ছেন।

মানুষের জীবনে এমন অনেক সময় আসে হয়তো কারো ক্ষেত্রে বেশী আবার কারো্ ক্ষেত্রে কম কিন্তু আসে আর তা হচ্ছে ইবাদত করে, দোয়া করে, দান করে, কোরআন তিলাওয়াত করে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, পিতামাতার খেদমত করে, অনের উপকার করে অনেক মজা পায়। আর এই মজাটাকে ধরে রাখার জন্য সে সব কিছু দিয়ে দিতে প্রস্তুত থাকে।

অনেক সমসয় দুনিয়ার প্রতি ভালবাসা মানুষকে এই অবস্থা থেকে দূরে সরিয়ে দেয়। তখন মাঝে মধ্যে ঐ অবস্থা সৃষ্টি হয় এবং মানুষ অন্তর থেকে আনন্দ অনুভব করে। আর এটাকেই বলা হয় আধ্যাত্মিক শান্তি বা মজা।

আর যারা আল্লাহকে চেনেনা এবং দুনিয়ার সঠিক উদ্দেশ্য সম্পর্কে জানে না তারা কিন্তু কখনোই আধ্যাত্মিক মজাকে উপলব্ধি করতে পারে না। তাদর শুখ শান্তির সবই দুনিয়া ও শারিরীক আনন্দ ও মজাকে ঘিরে।

ইসলাম চায় মানুষকে পাক পবিত্র করতে এবং তার মন থেকে সকল প্রকার কলুশতাকে মুছে দিয়ে তার আত্মাকে নারানি করতে চায় এবং তাকে আধ্যাত্মিক গজতের আনন্দ ও মজা সম্পর্ক অবগত করতে চায়।

সুতরাং হায়তে তাইয়্যেবা বা পবিত্র জীবন হচ্ছে সেই জীবন যার ম্যেধ নামাজ রোজা, দান খয়রাত আত্মত্যাগ, খাওয়া দাওয়া এবং পরোপকারিতা রয়েছে। অর্থাত ধর্ম ও দুনিয়ার সংমিশ্রণই হচ্ছে পবিত্র জীবন।

আমাদেরকে সব দিক থেকে উন্নত হতে হবে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে কিন্তু এর সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আখেরাতের পাথেয় সঞ্চয় করার জন্য তাহলে সেট হবে হায়াতে তাইয়্যেবা।

ট্যাগ্সসমূহ: ইকনা
captcha