IQNA

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের গোনাহ থেকে দূরে থাকার দলিল

4:12 - June 03, 2018
সংবাদ: 2605903
যারা ইমাম মাহদীর প্রকৃত ভক্তরা এবং অনুসারী তাকে না দেখেও সর্বদা গোনাহ ও অন্যায় থেকে দূরে থাকে, কেননা তারা ইমামের উপস্থিতিকে তাদের মধ্যে অনুভব করে। তিনি শিয়াদের সকল কাজকর্ম সম্পর্কে অবগত আছেন এবং তারা অন্যায় করলে তিনি কষ্ট পান।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) আমাদের চোখের আড়ালে থাকলেও আমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন। তিনি আমাদের আনন্দে আনন্দিত হন আর আমাদের কষ্টে কষ্ট পান। সুতরাং আমাদের উচিত ভাল কাজের মাধ্যমে তাকে খুশি করা। কেননা আমদের গেনাহ ও অন্যায় থাকে কষ্ট দেয়।

সাইয়্যেদ মুরতাজা আলামুল হুদা শেখ মুফিদের একজন অন্যতম ছাত্র ছিলেন। তিনি তার মুকনেয়া ফিল গাইবাত গ্রন্থে লিখেছেন: ইমাম মাহদীর প্রকৃত ভক্তরা এবং অনুসারী তাকে না দেখেও সর্বদা গোনাহ ও অন্যায় থেকে দূরে থাকে, কেননা তারা ইমামের উপস্থিতিকে তাদের মধ্যে অনুভব করে। তিনি শিয়াদের সকল কাজকর্ম সম্পর্কে অবগত আছেন এবং তারা অন্যায় করলে তিনি কষ্ট পান।

এই গ্রন্থটি রচনা সম্পর্কে সাইয়্যেদ মুরতাজা বলেন, একটি বৈঠকে ইমাম মাহদীর অন্তর্ধান সম্পর্কে আলোচনা হলে আমি সিদ্ধান্ত নেই সবাইকে ইমাম সম্পর্কে সঠিক ধারণা দেয়ার জন্য একটি গ্রন্থ রচনা করা দরকার, তাই এই প্রয়াস।

ট্যাগ্সসমূহ: মাহদী ، গোনাহ ، ইকনা ، শিয়া ، শেখ ، ছাত্র
captcha