IQNA

কাবুলে আত্মঘাতী হামলায় হতাহত ১৬

16:20 - June 04, 2018
সংবাদ: 2605909
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ধর্মীয় আলেমদের জন্য অনুষ্ঠিতব্য একটি সেমিনারে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।



বার্তা সংস্থা ইকনা: সেমিনার কক্ষের প্রবেশ পথে সন্ত্রাসীরা এই হামলা চালায়। আজ ৪র্থ জুনে আফগানি পুলিশ এই হামলার খবর ঘোষণা করেছে।
কাবুলের পুলিশ মুখপাত্র হাশমত এস্তানকাযী এ ব্যাপারে বলেন: কাবুলে ধর্মীয় আলেমদের জন্য অনুষ্ঠিতব্য সেমিনার শেষ করে আলেমগণ যখন সেমিনার কক্ষ থেকে বাহিরে বের হচ্ছিলেন। ঠিক তখন সন্ত্রাসীরা এই আত্মঘাতী হামলা চালায়। সন্ত্রাসীদের এই হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
iqna

 

captcha