বার্তা সংস্থা ইকনা: দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান রবিবার (৩য় জুন) শেষ হয়েছে। এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান আজ (৫ম জুন) অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে নবাবী মসজিদের পেশ ইমাম "আব্দুর রহমান হাজিফি" উপস্থিত থাকবেন। দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে আব্দুর রহমান হাজিফি নির্বাচিত হয়েছেন।
দুবাইয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইবরাহিম বুমালহা বলেন: দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতি বছর এক জন ধর্মীয় ব্যক্তিত্বকে বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করা হয়। এই বছর দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে নবাবী মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান হাজিফি নির্বাচিত হয়েছেন।
দুবাইয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান সায়িদ হারেব বলেন: দুবাইয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতার অনুষ্ঠান প্রথম দিকে শুধুমাত্র দু'টি বিভাগে অনুষ্ঠিত হত। কিন্তু এখন মোট ১৪টি বিভাগে এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ১০৪টি দেশের প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, প্রতিযোগিতার নবম দিনে নাইজেরিয়া, মরিতানিয়া, কমোরস, মিশর, আজারবাইজান, চেচনিয়া, টোগো এবং রাশিয়ার প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেছে।